ব্যান্ড ওল্ড ঢাকা ডায়রিস ‘প্রহর’ ও ‘একলা চলো রে’ গান দুটি দিয়ে ইতিমধ্যে শ্রোতাদের মন জুগিয়েছে। এবার নতুন গান নিয়ে শ্রোতাদের আশার আলো জালাতে হাজির হচ্ছে ইনডি ঘরানার ব্যান্ড দলটি। ‘বাঁকা চাঁদ’র শিরোনামে গানটি ভিডিওসহ প্রকাশিত হবে ২৫ আগস্ট।
ব্যান্ডটির ভোকাল ও প্রতিষ্ঠাতা সদস্য সাদি শাহনেওয়াজ এ বিষয়ে জানান, তিনি এই গানটি নিয়ে অনেক আশাবাদী। তিনি জানান, দুই বছর আগে এক ধরনের হতাশাগ্রস্থ মনোভাব নিয়ে গানটি লিখেন তিনি।
কোভিডের কারণে বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত তাও আশার চাঁদ মাথার ওপরেই থেকে যায়-এমনটা মনে করেই গানটি এখন রিলিজ দিচ্ছেন বলে জানান সাদি শাহনেওয়াজ। এ গানের মুল আকর্ষণ ভিন্ন লিরিক এবং অ্যানিমেশন করা মিউজিক ভিডিও এমনটাও জানান সাদি।
জানা যায়, ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও স্পটিফাইসহ সকল দেশি-বিদেশি মিউজিক প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে বলে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়।