শুধু শিল্পী সমিতি নয়, কোনো নির্বাচনই করবেন না ডিপজল
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে যোগ হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের নাম। কিন্তু বিষয়টি একেবারে নাকচ করে দেন তিনি। জানালেন, শুধু শিল্পী সমিতি নয়, কোনো নির্বাচনই করবেন না ডিপজল।
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো যে, আবারও শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবেন ডিপজল। লড়বেন সভাপতি পদে। প্যানেল হবে ডিপজল-জায়েদ খান।
সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিলেন ডিপজল। বললেন, ‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সাথে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে কিভাবে, আমার সাথে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিষ্কার হইতো।’
ডিপজল আরো বলেন, ‘আমার শরীর ঠিক নাই। ওপেন হার্ট সার্জারি করছি, কয়দিন আগে চক্ষু অপারেশন করাইলাম। শরীর ফিট নাই ভাই। এখন আর নির্বাচনের চিন্তা করি না।’
বিষয়টিকে আরও স্পষ্ট করে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনই করবো না। ভাবছিলাম সংসদ নির্বাচন করবো, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা রাখি না। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করবো না।’