কালচারাল ইয়ার্ড ডেস্ক :
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর ময়মনসিংহ জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
জ্যোতিকার পুরো নাম জ্যোতিকা পাল জ্যোতি। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পর্দাপন করেন তিনি। জ্যোতিকা অভিনীত প্রথম চলচ্চিত্র সারাহ বেগম কবরী পরিচালিত ‘আয়না’।
এরপর বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলি’, আজাদ কালামের ‘বেদেনী’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় মাসুদ পথিক পরিচালিত ছবি ‘মায়া: দ্য লস্ট মাদার’।
দেশের সীমানা পেরিয়ে ঢলিউডেরি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৯ সালে।
২০১০ সালে ‘ব্রেক আপ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। তার অভিনীত একক নাটকের মধ্যে ‘স্বপ্নবুনন’, ‘একটি ঝড়াক্রান্ত শেফালী গাছ’, ‘জাগরণের রংটা ধূসর ছিলো’, ‘মুক্তাহীন ঝিনুক’, ‘ভালোবাসার লাল পিঁপড়া’, ‘স্বপ্ন দেখার সাহস’, ‘মুক্তি’, ‘গন্তব্যের দিকে’, ‘মুকুটহীন নবাব’, ‘হাওয়াই শহরের গল্প’ ইত্যাদি উল্লেখযোগ্য।
এছাড়াও বেশ কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন জ্যোতি। এর মধ্যে ‘স্বপ্নের পাঠশালা’, ‘মোহনা’, ‘সময়ের হাতঘড়ি’, ‘বেলা অবেলা’, ‘কর্তাকাহিনী’, ‘স্বপ্নবিলাস’, ‘কুটুম পাখি’ অন্যতম।
আরও পড়ুন : বছরের শেষ ছবি ‘মায়া: দ্য লস্ট মাদার’
‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। এছাড়া ‘কলেজ রোড’ ধারাবাহিক নাটকের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডস পান তিনি।
রাজনীতির সাথেও সম্পৃক্ত আছেন জ্যোতিকা জ্যোতি। বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে পদ পেয়েছেন তিনি।