কালচারাল ইয়ার্ড ডেস্ক :
অনেকদিন পর বাংলাদেশ-ভারতের মধ্যকার সাফটা চুক্তির মাধ্যমে দুই দেশে দু’টি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রাত্রির যাত্রী’। আর ভারত থেকে আসছে ‘বাজি’।
আসন্ন পূজাকে সামনে রেখে টলিউডে মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘বাজি’। একই সময় ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম।
তিনি জানান, টলিউডে ১০ অক্টোবর ‘বাজি’ মুক্তি পাবে। বাংলাদেশে সাধারণত শুক্রবার ছবি মুক্তি দেয়া হয়। সে হিসেবে শুক্রবার পড়ে ৮ অক্টোবর। কিন্তু তাদের সাথে মিল রেখে ১০ অক্টোবর রোববারই মুক্তি দেয়া হবে।
জানা গেছে, গত ৩ জুন ‘বাজি’ সিনেমাটি বাংলাদেশ থেকে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জিৎ ফিল্মওয়ার্কস প্রযোজিত অংশুমান প্রত্যুষ পরিচালিত এই সিনেমাটি তেলেগু ব্লকবাস্টার ‘নান্নাকু প্রেমাথো’ সিনেমার রিমেক।
এতে জিৎ ও মিমি ছাড়াও অভিষেক চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, বিশ্বনাথ বসুসহ আরও অনেকে অভিনয় করেছেন। এর সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।
এদিকে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায় ‘রাত্রির যাত্রী’। এটি পরিচালনা করে হাবিবুর রহমান হাবিব। ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মৌসুমী।
মৌসুমীর আরও খবর
⇒ চলছে ওমর সানী-মৌসুমী-জায়েদের ‘সোনার চর’ সিনেমার শুটিং
⇒ মৌসুমী-আহমেদ রুবেলের পর ‘দেশান্তর’ সিনেমায় ইয়াশ রোহান
এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, অরুণা বিশ্বাস, শহিদুল আলম সাচ্চু, রেবেকা রউফ, নায়লা নাঈম, চিকন আলী প্রমূখ।
তবে ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি পশ্চিমবঙ্গে কবে মুক্তি পাবে তা এখনও জানা যায় নি।