শবনম ফারিয়া ইভ্যালি ছেড়েছেন আগস্ট মাসে, পাননি বেতন
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
গত জুন মাসে বিতর্কিত ইকমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’তে পাবলিক রিলেশন অফিসার (পিআরও) হিসেবে যোগদান করেছিলেন শবনম ফারিয়া। তিন মাস কাজের পরই গত আগস্ট মাসে তিনি প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দেন। এই তিন মাসের বেতনও পাননি ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘নিয়োগ পাওয়ার পর তিন মাস কাজ করলেও আমি কোনো বেতন পাই নি। যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিলো। তাই তিন মাস কাজের পরই গত আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’
প্রতিষ্ঠানটির বিষয়ে তিনি বলেন, ‘যখন চাকরিতে ছিলাম তখনো ইভ্যালি নিয়ে আমি কোনো স্টেটমেন্ট দেইনি। এখন তো আর চাকরি করছি না, তাই প্রতিষ্ঠানটি নিয়ে কথা বলতে চাই না।’
এর আগে মে মাসে ইভ্যালি ছেড়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু চুক্তি বাতিলের নন ডিসক্লোজার শর্ত অনুযায়ী তিনি এতোদিন কিছু জানান নি।
উল্লেখ্য, ইতোমধ্যে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে আটক করা হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার গুলশান থানায় বুধবার রাতে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন একজন গ্রাহক। সর্বশেষ গ্রাহকের টাকা আত্মসাত মামলায় রাসেল ও শামীমা নাসরিনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।