কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ছন্দে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে অনেকেই ঘরবন্ধি জীবন কাটালেও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ৫ সিনেমা। এর মধ্যে ৪টি ঢালিউডের ও একটি টলিউডের সিনেমা।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমরা সিনেমার মানুষ। স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার কাছে মনে হয় পাইপলাইনে অনেক ভালো ভালো সিনেমা আছে। অতি দ্রুতই চলচ্চিত্র শিল্প সংকট কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস।
অনেক আগেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো। কিন্তু করোনাসহ নানা কারণে সেটি এখনও মুক্তি পায় নি। তবে হয়তো খুবই শিগ্রই সিনেমাটি মুক্তির মিছিলে যোগ দেবে এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ চলচ্চিত্রে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
আরও পড়ুন : অপু বিশ্বাসের নতুন খবর
এদিকে ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘শর্টকার্ট’। এটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। করোনার আগেই সিনেমাটির মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো।
এছাড়াও ইতোমধ্যে দৃশ্যধারণ শেষ হয়েছে আরও তিনটি সিনেমার। চলছে সনম্পাদনার কাজ। খুব শিঘ্রই এগুলো মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। সিনেমাগুলো হলো- ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘ছায়াবৃক্ষ’ ও ‘ঈসা খাঁ’।
সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার এক সিনেমা। এতে প্রথমবারের মত অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। এর আগে ‘হিটম্যান’ ছবিতে অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয়। তবে সেখানে মূল নায়ক ছিলেন শাকিব খান। অপু-জয় ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, তাহমিনা মৌ, হায়দার আলী, জাদু আজাদ, হারুন কিনিঞ্জারসহ আরও অনেকে।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের আরও খবর
⇒ নায়ক নিরবের সঙ্গে জুটি বাধলেন অপু বিশ্বাস
⇒ মুক্তির অনুমতি পেলো বাপ্পি-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে।
ঐতিহাসিক গল্পের চলচ্চিত্র ‘ঈসা খাঁ’। এটি নির্মাণ করেছেন ডায়েল রহমান। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ডি এ তায়েব।
উল্লেখ্য, অপু বিশ্বাসের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রিয় কমলা’। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী।