দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন সোহেল মোহাম্মদ রানা।
প্রধানমন্ত্রীর জন্মদিন ২৮ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে পূর্ণদৈর্ঘ্য দ্বিমাত্রিক (টু-ডি) এই অ্যানিমেশন চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে। মুক্তি পাবে আগামী ১ অক্টোবর। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা সংস্থা প্রোলেন্সার স্টুডিও থেকে নির্মিত হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে। তবে কোন কোন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাবে, তা শিঘ্রই তারা জানাবেন। প্রেক্ষাগৃহ ছাড়াও বেশ কিছু জায়গায় এটির প্রদর্শন করার পরিকল্পনাও রয়েছে তাদের।
৪৯ মিনিটের এই চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালনা সোহেল মোহাম্মদ রানা বলেন, ‘আমরা যখন কাজ শুরু করেছিলাম, অনেকে বিশ্বাসই করতে পারেন নি, বাংলাদেশে বসে ফিচার-লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। কিন্তু আমরা বিশ্বাস হারাইনি। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হলো, এখনই হয়তো বিশ্বমানের অ্যানিমেশন বানানো সম্ভব নয়। তবে যাত্রাটা আমরা শুরু করেছি।’
রানা জানান, ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর। গত বছরের জানুয়ারিতে গবেষণা ও চিত্রনাট্য প্রস্তুতের পর প্রোডাকশনের কাজ শুরু করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ একশ’র বেশি কলাকুশলী কাজ করেছে।