বৈশ্বিক মহামারী করোনার কারণে তৈরি হওয়া নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে ডিসেম্বরে আসছে ডিএ তায়েব-অপু বিশ্বাসের ‘ঈসা খাঁ’ সিনেমা। কালচারাল ইয়ার্ড এমনটাই জানিয়েছেন ইতিহাসভিত্তিক এই চলচ্চিত্রের পরিচালক ডায়েল রহমান।
তিনি জানিয়েছে, ইতোমধ্যে শেষ হয়েছে ‘ঈসা খাঁ’ সিনেমার দৃশ্যধারণ। ডাবিংও প্রায় শেষে দিকে। কিছুদিনের মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী মাসে (অক্টোবর) সেন্সরে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এই নির্মাতা।
মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে ডায়েল রহমান বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে ‘ঈসা খাঁ’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া পরিকল্পনা রয়েছে।’
সিনেমাটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন পরিচালক নিজেই।
‘ঈসা খাঁ’ প্রসঙ্গে পরিচালক জানান, মুঘল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারদের প্রধান ছিলেন ঈসা খাঁ (ঈসা খান)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারী স্থাপন করেন। এরপর তৎকালীন মুঘল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাঁধে। সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈসা খাঁ’।
‘ঈসা খাঁ’ সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব ও অপু বিশ্বাস। এছাড়াও বিভিন্ন চরিত্রে অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্নাসহ আরও অনেকে অভিনয় করেছেন।