কালচারাল ইয়ার্ড ডেস্ক :
নিজের অবস্থানে অনড় থেকে কাজ করে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ভালো কাজের চেষ্টায় কখনও কমতি রাখেন নি তিনি। ঝুঁকি নিয়েও ভালো সিনেমা করার চেষ্টা করেছেন ঢালিউডের কিং খান খ্যাত এই নায়ক। দেশের চলচ্চিত্রের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
শাকিব খান বলেছেন, ‘আমি আমার অবস্থানে অনড় থেকে কাজ করে যাচ্ছি। ভালো কাজের চেষ্টায় আমার মধ্যে কোনো কমতি নেই। মহামারীর মধ্যেও ঝুঁকি নিয়েও ভালো সিনেমা করার চেষ্টা করেছি, প্রমাণ ‘নবাব এলএলবি’।’
করোনাকালীন সময়ে শুটিং করা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কলাকুশলীরা ২-৩ হাজার টাকা সাহায্যের চেয়ে কাজ করে এবং সম্মান নিয়ে বাঁচতে চান। তাই এই করোনার মধ্যেও আমি ‘নবাব এলএলবি’, ‘অন্তরাত্মা’, ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর শুটিং করেছি এবং এখন ‘গলুই’ এর শুটিং করছি।’
শাকিব মনে করেন, ‘শিল্পীর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অভিনয় করা। আমি শুরু থেকে এ কাজটি সবসময় মনোযোগ দিয়েছি করে এসেছি। আমার চাওয়া, অন্যরাও সিনেমার দিকে মনোযোগী হোক।’
আরও পড়ুন : আনলিমিটেড শিডিউল দিলেন শাকিব-পূজা
বিভিন্ন সময়ে যারা তার বিরোধীতা করেছে, তাদের প্রসঙ্গে জনপ্রিয় এই নায়ক বলেছেন, ‘কাজের ক্ষেত্রে আমি সবসময় সঠিক পথে ছিলাম, এখনও আছি ভবিষ্যতেও থাকবো। অনেকেই আমাকে ভুল বুঝেছিলেন, এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন।’
সম্প্রতি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ শেষ করে বর্তমানে শাকিব খান এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় কাজ করছেন। (সূত্র : চ্যানেল আই)
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
⇒ আবারও শাকিব-নুসরাত জুটি
⇒ মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় শাকিবের নতুন সিনেমা ম্যাগনেট