কালচারাল ইয়ার্ড ডেস্ক :
দীর্ঘদিনের বিরতি পেরিয়ে শুরু হয়েছে সিনেমা মুক্তি। আজ শুক্রবার (১ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘চোখ’ ও ‘মুজিব আমার পিতা’ শিরোনামের দুইটি চলচ্চিত্র।
করোনাকালে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আসিফ ইকবাল জুয়েলের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চোখ’। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটির চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল।
এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি, চিত্রনায়ক নিরব ও জিয়াউল রোশান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ ইসলাম, দিপক কর্মকার, আবির, আয়শা আমিনসহ আরও অনেকেই।
সিনেমাটির প্রযোজক সেলিম খান জানান, ঢাকাসহ সারাদেশের ৩৬টি সিনেমা হলে ‘চোখ’ মুক্তি পেয়েছে।
যে সব সিনেমা হলে চলবে ‘চোখ’: রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, চিত্রামহল, গীত, বিজিবি অডিটোরিয়াম, নিউ গুলশান, সৈনিক ক্লাব, চন্দ্রিমা, সেনা অডিটোরিয়াম।
এছাড়া নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), নবীন (মানিকগঞ্জ), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর), নন্দিতা (সিলেট), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর) ও অভিরুচি (বরিশাল)।
অপরদিকে মুক্তি পেয়েছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন সোহেল মোহাম্মদ রানা।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা সংস্থা প্রোলেন্সার স্টুডিও থেকে নির্মিত হয়েছে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব কয়টি শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানো হবো ছবিটি।