২০১২ সালে ৫ অক্টোবর মুক্তি পেয়েছিলো শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা। সে হিসেবে আজ বাংলা চলচ্চিত্রে বাপ্পি চৌধুরীর ৯ বছর পূর্ণ হলো।
নয় বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কয়েকটি ছবি শেয়ার করে বাপ্পি চৌধুরী তার ফেইসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেছেন, ‘৫ই অক্টোবর, ২০১২। ভালোবাসার রঙ বদলে দিয়েছিলো একদম আনকোরা নতুন দুটি ছেলে-মেয়ের ভাগ্য। বাংলাদেশের প্রথম ডিজিটাল ছবি হওয়ার সুবাদে পরিবর্তন এনেছিলে পুরো বাংলা চলচ্চিত্রের। জাজ মাল্টিমিডিয়া সৃষ্টি করেছিলো এক নতুন অধ্যায়। আজিজ ভাইয়ের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভাষায় শেষ করা যাবে না। দেখতে দেখতে কেটে গেলো নয়টি বছর …..’
এই নয় বছরের ক্যারিয়ারে বাপ্পী চৌধুরীর ত্রিশটির অধিক সিনেমা মুক্তি পেয়েছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রে মধ্যে অনেক সাধের ময়না, সুলতানা বিবিয়ানা, সুইটহার্ট, আই ডোন্ট কেয়ার, আমি তোমার হতে চাই, অনেক দামে কেনা, নায়ক, আসমানী ও দাগ হৃদয়ে অন্যতম।