কালচারাল ইয়ার্ড ডেস্ক :
শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো ২০১২ সালে ৫ অক্টোবর। সে হিসেবে আজ বাংলা চলচ্চিত্রে মাহিয়া মাহির ৯ বছর পূর্ণ হলো।
ক্যারিয়ারের ৯ বছর পূর্তিতে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নিজের একটি ছবি দিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘৯ বছর! আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপর ওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’
মাহিয়া মাহির ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর প্রায় ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রে মধ্যে রয়েছে পোড়ামন, অগ্নি, কি দারুন দেখতে, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, হানিমুন, দেশা: দ্য লিডার, ঢাকা অ্যাটাক, জান্নাত, মনে রেখো, কৃষ্ণপক্ষ ও নবাব এলএলবি।
মাহিয়া মাহি আরও খবর
⇒ ঢালিউডের নতুন জুটি রোশান-মাহি
⇒ প্রযোজক মাহির ওয়েব ফিল্ম ‘এইডা কপাল’
রায়হান রাফি পরিচালিত অক্সিজেন নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মুক্তি পেয়েছে প্রযোজক মাহিয়া মাহির ওয়েব ফিল্ম ‘এইডা কপাল’। প্রযোজক হিসেবে এটাই তার প্রথম চলচ্চিত্র।
মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমা। চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’সহ বেশ কিছু চলচ্চিত্রে।
‘ব্লাড’ সিনেমার আরও খবর : নায়িকা যখন ভিলেন
আরও পড়ুন : আবারও বিয়ে করলেন মাহিয়া মাহি