মুক্তি পেলো রাশিদ পলাশের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘পদ্মাপুরান’। শুক্রবার (৮ অক্টোবর) পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
‘পদ্মাপুরান’ মুক্তি পাওয়ার কথা ছিলো ২০১৯ সালে। কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা ও পরবর্তীতে বৈশ্বিক মহামারী করোনার কারণে সিনেমাটির জন্য দর্শকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। এর আগে ২টি টিজারও প্রকাশ করা হয়েছে। সব ক’টিই বেশ প্রসংশিত হয়েছে। ফলে মুক্তির আগে থেকেই আলোচনায় ছিলো সিনেমাটি।
‘পদ্মাপুরান’ প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’
এতে বিভিন্ন চরিত্রে প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, সুমিত সেনগুপ্ত, জয়রাজ, সূচনা শিকদার, কায়েস চৌধুরী, রেশমী, হেদায়েত নান্নু, সাদিয়া তানজিন, আশরাফুল আশিষসহ আরও অনেকে অভিনয় করেছেন ।
যেসব হলে মুক্তি পেলো ‘পদ্মাপুরান’: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), শ্যামলী সিনেমা, যমুনা ব্লকবাস্টার, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম)।