কালচারাল ইয়ার্ড ডেস্ক :
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ‘ঢাকা ড্রিম’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলো। করোনাসহ নানা প্রতিকূলতার কারণে এতোদিন মুক্তি দেয়া সম্ভব হয় নি চলচ্চিত্রটি- এমনটাই জানিয়েছে নির্মাতা প্রসূন রহমান।
প্রয়াত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালে।
পাঁচ বছর পর ২২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
গত ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছিল ‘ঢাকা ড্রিম’।
শুক্রবার (৮ অক্টোবর) রাতে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির ট্রেলার।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক প্রসূন রহমান বলেন, ‘প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক যে স্বপ্ন, সেই স্বপ্ন আবহমানকালের। কিন্তু সেই নগর কি সবার স্বপ্নকে ধারণ করতে পারে? তবু কেন আসে মানুষ এই শহরে? কোন স্বপ্ন নিয়ে? বাস্তবের চেয়েও সত্য যে স্বপ্ন, স্বপ্নের চেয়েও অধিক যে সত্য, সেই স্বপ্ন ও সত্যের আরেক নাম ঢাকা ড্রিম!’
এর আগে, গত আগস্টে চলচ্চিত্রটি ঘুরে এসেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো (IFFSA Toronto) থেকে। সেখানে ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
‘ঢাকা ড্রিম’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মুনীরা মিঠু, শাহাদাৎ হোসেন, শাহরিয়ার ফেরদৌস সজীব, আবদুল্লাহ রানা, জয়ীতা মহলানবীশ, নাইরুজ সিফাত, আনোয়ার হোসেন চৌধুরী, পূর্ণিমা বৃষ্টি, সুজাত শিমুল, এসএম মহসিন, সায়মা নীরা, আরশ খান, সায়কা আহমেদ, আর এ রাহুল, ইকবাল হোসেন, ফজলুল হক, জামাল রাজা, আক্তার হোসেন, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, খোরশেদ আলম, মাহবুবুর রহমান, এমিল, তৃষা রায়, রানাসহ আরও অনেকে।
বারী সিদ্দিকী ছাড়াও এতে আরও গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও মমতাজ।
গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। সূচনা সঙ্গীতেও কণ্ঠ দিয়েছেন তিনি।
⇒ ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের ট্রেলার