কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
এবাবের জন্মদিনের নানা আয়োজন নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এবারের জন্মদিন এতোটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে, এরকম কোন পরিকল্পনা ছিলো না। কারণ, আজ আমার পাবনায় শুটিংয়ে থাকার কথা। শুটিং বাতিল হওয়ায় আমার পরিবার, ফ্যান ক্লাব, চ্যানেল’সহ আরও অন্যান্য অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘জন্মদিনে আমার মাকে খুব মিস করছি। প্রত্যেক জন্মদিনে মা আমার পাশে ছিলেন। এখন আর মা নেই, মা ছাড়া পৃথিবীটা খুব শূন্য লাগছে।’
ছোটবেলা থেকে নাচ করতে অপু বিশ্বাস। শোবিজ অঙ্গনে তার যাত্রা শুরু হয় ২০০৫ সালে। আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে প্রথম অভিনয় করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার পথ চলা শুরু।
ইতোমধ্যেই প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছে তিনি। শুধুমাত্র শাকিব খানের বিপরীতেই সত্তরের অধিক সিনেমা করেছেন অপু।
অপু বিশ্বাসের আরও খবর
⇒ ছন্দে ফিরছেন অপু বিশ্বাস, মুক্তির অপেক্ষায় ৫ সিনেমা
⇒ অপু বিশ্বাসের নতুন খবর
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে কোটি টাকার কাবিন, চাচ্চু, পিতার আসন, তোমার জন্য মরতে পারি, আমাদের ছোট সাহেব, নাম্বার ওয়ান শাকিব খান, জান কোরবান, হিটম্যান, দেবদাস, তোর কারণে বেচে আছি, কোটি টাকার প্রেম, তুমি আমার মনের মানুষ, মনের জ্বালা, মাই নেম ইজ খান, রাজনীতি অন্যতম।
বর্তমানে তিনি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় কাজ করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। শুটিং শেষ হয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘ঈসা খাঁ’ সিনেমার। এছাড়াও টলিউডের ‘শর্টকার্ট’ চলচ্চিত্রও রয়েছে মুক্তির তালিকায়।
অপু বিশ্বাসের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রিয় কমলা’। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী।
দুইবার বাচসাস পুরস্কার, বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন পুরস্কার, ইউরো-সিজেএফবি পারফর্মেন্স পুরস্কার, গ্ল্যামার পুরস্কার, ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভুষিত হয়েছেন তিনি।
আরও পড়ুন : একে অপরের সাথে কাজ করতে আপত্তি নেই অপু বিশ্বাস ও বুবলির
পারিবারিক জীবনে অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে তাদের পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে বিষয়টি প্রকাশে আনেন। ২০১৮ সালের ২২ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।