সত্যি হলো গুঞ্জন, বলিউডের ‘খুফিয়া’ নিয়ে যা বললেন বাঁধন
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
অবশেষে সত্যি হলো গুঞ্জন! প্রথম দিকে কিছুটা লুকোচুরি করলেও এবার স্পষ্ট করে বাংলাদেশের তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানালেন যে, তিনি বলিউডের ‘খুফিয়া’ সিনেমা অভিনয় করছেন।
ইতোমধ্যেই শুরু হয়েছে চলচ্চিত্রটির দৃশ্যধারণ। শুটিংয়ে অংশ নিতে ১০ অক্টোবর বাঁধন দিল্লী যান। ১১ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেন। এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত শুটিং চলবে বলে জানান এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে ‘খুফিয়া’ সিনেমার পরিচালক বিশাল ভরদ্বাজের সাথে নিজের একটি ছবি শেয়ার করে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন আজমেরী হক বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘মহান পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করাটা পরম সম্মানের। তিনি খুবই নম্র প্রকৃতির মানুষ! তাদের ভালোবাসা, আতিথেয়তা এবং পুরো টিম যেভাবে আমাকে ট্রিট করেছে! এরকম সুন্দর একটা টিমের সাথে কাজ করতে পারার অনুভুতিটা বিস্ময়কর।’
এর আগে, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’
নেটফ্লিক্সের প্রযোজনায় ‘খুফিয়া’ সিনেমাটি নির্মিত হচ্ছে অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে। এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক গণমাধ্যমে বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয় নি।’
বাঁধন ছাড়াও এতে টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা কাজ করছেন।
এই সিনেমাটির জন্য বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু এই সিনেমায় দেশকে ছোট করা হবে বলে তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।