কালচারাল ইয়ার্ড ডেস্ক :
গত এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় কিং খানের জনপ্রিয়তার শীর্ষে থাকার রহস্য কি? শুধুই কি অভিনয় দক্ষতা নাকি অন্য কিছু?
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, অভিনয় দক্ষতার পাশাপাশি সময় ও দর্শক, পরিচালক এবং প্রযোজকদের চাহিদা অনুয়ায়ী নিজেকে বদলে নেয়া বা চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করার কারণেই শাকিব খান এখন শীর্ষে আছেন।
জনপ্রিয় চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু তার এক সাক্ষাৎকারে বলেছেন, শাকিব খান কখনোই পরিচালকের কাজে নাক গলান নি। বরং পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করে গেছে। সেকারণেই তিনি তার অবস্থান ধরে রাখতে পেরেছেন।
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
⇒ নিজের অবস্থানে অনড় শাকিব
⇒ শাকিব খানকে নিয়ে জাকির হোসেন রাজুর সিনেমা
তার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। এসময় তিনি শাকিব খানের অভিনয়েরও প্রসংশা করেন।
বর্তমানে শাকিব এস এ হক অলিক পরিচালিত অনুদানের ‘গলুই’ সিনেমার শুটিং করছেন। সেখানে তার বিপরীতে আছেন পূজা চেরি। শাকিব খানকে নিয়ে তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের মধ্যে বিশাল পরিবর্তন হয়েছে। উনি আগে একরকম ছিলেন, এখন আরেক রকম। কাছ থেকে দেখেছি, উনি সময়ের সঙ্গে তালমিলিয়ে চলতে পারেন। একসঙ্গে কাজ না করলে বুঝতাম না উনি নিজেকে কত চমৎকারভাবে মেইনটেইন করেন। একজন প্রকৃত শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার।’
শাকিব খান সম্পর্কিত আরও সংবাদ
→ আবারও শাকিব-নুসরাত জুটি
→ বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা, থাকছেন শাকিব খান
পূজা আরও বলেন, ‘উনি বেস্ট। তার সঙ্গে কারো তুলনা চলে না। উনি আমাদের সিনেমার সুপারস্টার হলেও সহশিল্পী হিসেবে তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। এতো ভালো মন মানসিকতা, সুন্দর ব্যবহার সত্যি বলে বোঝাতে পারবো না। উনি যে সুপারস্টার এটা কখনই বুঝতে দেন না। গল্প আড্ডায় সহজভাবে মিশে যান। সবমিলিয়ে আমি মুগ্ধ হয়েছি।’
আরও পড়ুন : আনলিমিটেড শিডিউল দিলেন শাকিব-পূজা