বলিউডের আলোচিত সিনেমা ‘খুফিয়া’য় বাংলাদেশের তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে যুক্ত হচ্ছেন টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা শিলাজিৎ মজুমদার। ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।
শিলাজিৎ জানিয়েছেন, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিশাল ভরদ্বাজ নির্মিত ‘খুফিয়া’ সিনেমায় তিনি গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন।
গত রোববার ফেইসবুকে দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেন। ক্যাপশন ছিলো ‘দিল্লি চলো’। সোমবার বৃষ্টিভেজা দিল্লির ভিডিও পোস্ট দেন তিনি।
জানা গেছে, সোমবার সকাল থেকে ‘খুফিয়া’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশগ্রহণ করার কথা ছিলো তার। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় শুটিং বাতিল হয়।