কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বিকল্প প্রদর্শনীতে যাচ্ছে পদ্মাপুরান । সিনেমা হলে পাশাপাশি ধারাবাহিকভাবে চলবে এই বিকল্প প্রদর্শনী – এমনটাই জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা রাশিদ পলাশ।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক জানান, ঢাকার বাইরে বিকল্প প্রদর্শনীতে যাচ্ছে পদ্মাপুরান। শুরুটা হবে ১ নভেম্বর রাজশাহীর পদ্মা নদীর পাড়ে প্রদর্শনের মধ্যে দিয়ে। এরপরে ময়মনসিংহ প্রদর্শনী হবে। এভাবে ধারাবাহিকভাবে সারাদেশে বিকল্প প্রদর্শনীর মাধ্যমে পদ্মাপুরান দেখানো হবে।
এর আগে গত ৮ অক্টোবর পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
দ্বিতীয় সপ্তাহেও সাথে যোগ হয়েছে ঢাকার সৈনিক ক্লাব। তৃতীয় সপ্তাহ তথা ২২ অক্টোবর থেকে ফরিদপুরের বনলতা এবং বরিশালের অভিরুচিতে ছবিটি মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন : প্রেক্ষাগৃহে ‘চন্দ্রাবতী কথা’, চলছে ‘পদ্মাপুরান’
রায়হান শশীর চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রে প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, সুমিত সেনগুপ্ত, জয়রাজ, সূচনা শিকদার, কায়েস চৌধুরী, রেশমী, হেদায়েত নান্নু, সাদিয়া তানজিন, আশরাফুল আশিষসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এতে সর্বমোট পাঁচটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন মুহিন, চন্দনা মজুমদার, সৌরিন, অংকন ও আরিফ।