আবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় রিয়্যালিটি শো দীর্ঘ প্রায় ১৫ বছর পর শুরু হতে যাচ্ছে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাপরিচালক জানান, আগামী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ‘নতুন কুঁড়ি’র প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু হবে। এক্ষেত্রে পুরো দেশকে বিশটি জোনে ভাগ করে হবে বাছাই পর্ব। সেখান থেকে বিজয়ীদের নিয়ে হবে শুরু হবে মূল প্রতিযোগিতা।
এর আগে শুক্রবার এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিটিভির বন্ধ থাকা ‘নতুন কুঁড়ি’সহ অন্যান্য শিশুতোষ অনুষ্ঠানগুলো পুনরায় চালুর কথা জানিয়েছেন।
নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়েছিলো ১৯৬৬ সালে। স্বাধীনতার পরবর্তীতে আবার শুরু হয় ১৯৭৬ সালে। নির্দেশনায় ছিলেন মোস্তফা মনোয়ার। কবি গোলাম মোস্তফার কিশোর নামক কবিতা থেকে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছিল। যার প্রথম পনের লাইন অনুষ্ঠানের উদ্বোধনী থিম সং হিসেবে ব্যবহৃত হতো। এই টেলিভিশন রিয়েলিটি শো’টি ২০০৫ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিলো।
তারানা হালিম, মেহের আফরোজ শাওন, তারিন আহমেদ, রুমানা রশীদ ঈশিতা, নুসরাত ইমরোজ তিশা, সাবরিন সাকা মীমের মত অনেক জনপ্রিয় তারকরা এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে উঠে এসেছিলো।
এই প্রতিযোগীতার বিষয়গুলো হচ্ছে কোরান তেলাওয়াত, ছড়া আবৃত্তি, একক অভিনয়, দলীয় অভিনয়, চিত্রাঙ্কন, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ইত্যাদি। এতে দুইটি শাখা থাকবে ‘ক’ ও ‘খ’। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়সসীমা ছয় থেকে দশ বছর এবং ‘খ’ শাখার বয়সসীমা এগারো থেকে পনের বছর।