কালচারাল ইয়ার্ড ডেস্ক :
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’ মুক্তি পাচ্ছে ২৬ নভেম্বর । শনিবার এক রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
ইতোমধ্যেই সিনেমাটি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। প্রযোজনা করেছেন ফরাসি প্রযোজক ঈলান জিরাদ ও পরিচালক সুমিত। সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব।
এই চলচ্চিত্রের মূল বিষয় হলো- বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের জীবনযাপন, প্রতিকূল আবহাওয়ার সাথে বেঁচে থাকার লড়াই এবং তাঁদের সামাজিক রীতিনীতি ও সংস্কার।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘আজ থেকে তিন বছর আগে চলচ্চিত্রটি নির্মাণ করতে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনও অস্তিত্ব নেই। মহামারির কারণে প্রায় দেড় বছর আমার সেখানে যাওয়া হয়ে ওঠে নি, কিন্তু এবার যখন পরিচিত সেই জায়গার খোঁজে, প্রিয় সেই মানুষগুলোর খোঁজে গেলাম, গিয়ে দেখি সেখানে কেবলমাত্র কিছু গাছপালা ভেঙে পড়ে রয়েছে, জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এই অঞ্চলে গত দুই-তিন বছর ধরে সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুত গতিতে বাড়ছে। জোয়ারের তীব্রতা তো রয়েছেই, গত বছর ঘূর্ণিঝড় আম্ফানও অনেক ক্ষতি করেছে।’
নভেম্বরে মুক্তি পাচ্ছে অন্য যেসব চলচ্চিত্র : নভেম্বরে আসছে ‘সাহস’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্নাসহ আরও অনেকে।
চলচ্চিত্রটি নিয়ে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘সিনেমায় চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করেছি। আমি আশাবাদী সিনেমাটি আমাদের দেশের চলচ্চিত্র আঙিনায় একটি নতুন মাত্রা যোগ করবে। আমি আপামর সিনেমাপ্রেমীদের অনুরোধ করব, আপনারা সিনেমা হলে যাবেন এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা এই ছবিটি বড় পর্দায় দেখবেন।’
উল্লেখ্য, ‘নোনা জলের কাব্য‘ সিনেমার মাধ্যমে স্টার সিনেপ্লেক্স প্রথম সিনেমা পরিবেশনায় আসছে।