কালচারাল ইয়ার্ড ডেস্ক :
চলে গেলেন মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ। বোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর ভাই ম. হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদ সাজ্জাদের মুত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর মাহমুদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয়েছিলো আইসিইউতে। পরে অবশ্য নেগেটিভ হয়েছিলো।
এরপর করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তার শারীরিক অবস্থার অবণতি ঘটে। নেয়া হয় আইসিইউতে। অবশেষে আজ তিনি ইন্তেকাল করেন।
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত ছিলেন মাহমুদ সাজ্জাদ। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র; সর্বত্রই ছিলো তার বিচরণ।
জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’সহ আরও বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেন।
টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। এরপর থেকে নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করতেন।
কলেজ জীবন থেকেই তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। নাট্যচক্র’র হয়ে তিনি ‘স্পার্টাকাস’,‘লেট দেয়ার বি লাইট’,‘জনক’সহ আরও বহু মঞ্চ নাটকে অভিনয় করেন।
তাঁর সর্বশেষ কাজ আলোচিত ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’।
পারিবারিক জীবনে মাহমুদ সাজ্জাদ মমতাজ বেগমকে বিয়ে করে। তাদের দুই সন্তান উপল ও অঞ্জন।