সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন আজ। এবারের জন্মদিনটা একটু আলাদা। কারণ বলিউডে বাঁধনের জন্মদিন পালন করতে হচ্ছে। কারণ এখন তিনি ‘খুফিয়া’ সিনেমার শুটিংয়ে সেখানে আছেন।
সব সময় যাদের নিয়ে জন্মদিন পালন করেন এবার তারা কেউ পাশে নেই। ফলে স্বভাবতই তার মন খারাপ হওয়া কথা ছিলো। হয়তো শুন্যতা অনুভবও হয়েছিলো। কিন্তু সেই শুন্যতা পূরণে যথাসাধ্য চেষ্টা করেছে ‘খুফিয়া’র টিম। জন্মদিনের প্রথম প্রহরেই তাকে নিয়ে কেক কাটলেন তারা।
বাঁধন তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ ক’টি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—একটি টেবিলে রাখা দুটি কেক। একটিতে লেখা ‘শুভ জন্মদিন আজমেরী’। কেক সামনে নিয়ে ফ্রেমবন্দি হয়েছে বাঁধন ও ‘খুফিয়া’ চলচ্চিত্রের পরিচালক বিশাল ভরদ্বাজ। এছাড়া অন্যান্য ছবিতে সহশিল্পীদের সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাকে দেখা যায়।