কালচারাল ইয়ার্ড ডেস্ক :
মারা গেছেন ভারতের কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমার । শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক প্রকাশ করছে।
জানা গেছে, শুক্রবার পুনিত তাঁর নিজস্ব ব্যায়ামাগারে ব্যায়াম করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪৬ বছর।
জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে কন্নড় ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। সিনেমাপ্রেমী মানুষের পাশাপাশি হাসপাতালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীও এসেছিলেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। সেই তালিকায় রয়েছেন চিরঞ্জীবী, মহেশ বাবু, লক্ষ্মী মঞ্চু, পূজা হেগড়ে, সুধীর বাবু, সনু সোদ, দুলকার সালমানসহ আরও অনেকে।
পুনিত রাজকুমার, একাধারে একজন অভিনেতা, গায়ক ও প্রযোজক। শিশুশিল্পী হিসেবে শুরু করলেও ধীরে ধীরে হয়ে উঠেন কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের ‘পাওয়ারস্টার’।
তাঁর উল্লেখযোগ চলচ্চিত্রের মধ্যে ‘বেত্তাদা হুভু’, ‘মিলনা’, ‘আরাসু’, ‘হুডুগারু’, ‘জ্যাকি’, ‘আনা বন্ড’, রাজাকুমারা’, ‘ভামসি’ অন্যতম।
তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘জেমস’। সম্প্রতি ছবিটির কাজ তিনি শেষ করেছেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।