পর্দার পাশাপাশি বাস্তব জীবনের জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। ১৮ বছর আগে বাস্তব জীবনে তারা সেজেছিলো বর-কনে। এবার পর্দায় বর-কনে সাজে মোশাররফ-জুঁইকে দেখা যাবে। যদিও পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে একাধিকবার হাজির হয়েছেন তারা।
মোশাররফ-জুঁইয়ের বর-কনে সাজার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রিয় জুটিকে এমন সাজে দেখে সহকর্মী ও ভক্তরা মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ কেউ আবার মোশাররফ করিম-জুঁইয়ের সত্যিকারের বিয়ের ছবি ভেবেছেন।
আলোড়ন তৈরি করা এই ছবিটি ‘নায়ক’ শিরোনামের একটি নাটকের। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে টেলিহোম।
নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। রচনায় ছিলেন সারওয়ার রেজা জিমি। নাটকটির কাহিনী ভিন্ন ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে বলে জানান নির্মাতা।
‘নায়ক’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘সম্প্রতি নাটকটির কাজ শেষ করেছি। এতে বাস্তব জীবনের দম্পতিকেই পর্দায় দেখা যাবে।’