চিত্রনায়ক ও প্রযোজক ডি এ তায়েব এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক চয়নিকা চৌধুরী। চলচ্চিত্রের নাম ‘অহংকারী বউ’। ইতোমধ্যেই তারা অনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।
সিনেমাটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেনে, ‘‘অহংকারী বউ’ একটি রেডি প্রজেক্ট ছিলো। তায়েব ভাই অনেক দিন ধরেই একটা সিনেমার কথা বলছিলেন। অবশেষে ব্যাটে-বলে মিললো।’
কাস্টিংয়ের ব্যাপারে তিনি বলেন, ‘গল্প শুনে মনে হয়েছে মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’
তিনি আরও জানান, সিনেমাটির জন্য বাকি শিল্পী নির্বাচন কাজও চলছে। চলচ্চিত্র তৈরি করতে যে ভালো একটা টিম লাগে, সেটাও তৈরি করেছেন তিনি।
আশা প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘আমি আশা করছি, সরকারী স্বাস্থ্যবিধি মেনে আগামী মাসে শুটিং শুরু করবো।’
ডি এ তায়েব বলেন, ‘অনেকদিন পর বাংলা চলচ্চিত্রে সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের ছবি খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’
সিনেমাটির টানে দর্শক আবার হলে আসবে – এমনটাই প্রত্যাশা এই অভিনেতার।