অস্কারে যাচ্ছে গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’ । বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি এই সিনেমাটি ৯৪তম আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবে।
গুনী নির্মাতা গাজী রাকায়েত পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রটি অস্কারের সকল শর্ত মেনে জমা দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্কারের সাধারণ শাখায় সিনেমা জমা দিতে হলে কিছু শর্ত মানতে হয়। এরমধ্যে অন্যতম একটি হলো হলিউডের কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময় পর্যন্ত বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তি দেয়া। আমরা ‘দ্য গ্রেভ’ এর ক্ষেত্রে এই শর্তগুলো মেনেই অস্কারের সাধারণ বিভাগে জমা দিয়েছি। এখন অপেক্ষায় আছি শর্টলিস্টের।’
‘দ্য গ্রেভ’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবি অস্কারের সাধারণ শাখায় জমা পড়লো।
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ লিখেছেন গাজী রাকায়েত নিজেই। একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও মামুনুর রশীদ, দিলারা জামান, মৌসুমী হামিদ, শামীমা তুষ্টি, সুষমা সরকারসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন।
জানা গেছে, ‘দ্য গ্রেভ’ বাংলা ও ইংরেজি দুটি ভাষায়ই নির্মিত হয়েছে। বাংলা ভাষায় এর নাম ‘গোর’। মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। চ্যানেল আইয়ের পর্দায় হয়েছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।
অন্যদিকে ইংরেজি ভার্সনটি ‘দ্য গ্রেভ’ নামে হলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়াও আমেরিকান একাধিক ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এই সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
এদিকে এ বছর ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অস্কারে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।