দেশে-বিদেশে ৭৮ হলে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ । শুক্রবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের ৫০, যুক্তরাষ্ট্রের ১৬, অস্ট্রেলিয়ার ১১ ও ফ্রান্সের ১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এ প্রসঙ্গে পরিচালক ফয়সাল আহমেদ জানান, ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। সারাদেশের হল মালিকরা সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। আরও অনেক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রথম সপ্তাহে চেয়েছিলেন, কিন্তু আমরা ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত করেছি। দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বাকি হলগুলোতেও ‘মিশন এক্সট্রিম’ চলবে।
তিনি আরও জানান, করোনার কারণে চলচ্চিত্র মুক্তি না দিতে পারায় বহু প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। এমন বন্ধ থাকা ২০টির মতো হল ‘মিশন এক্সট্রিম’ প্রদর্শণের জন্য ফের চালু করেছেন হল মালিকরা।
এদিকে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশনের সহযোগিতায় সিনেমাটি চলবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে। শুধু নিউইয়র্কেই ১৬টি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি।
‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব একযোগে দেশ ও দেশের বাইরে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।
‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত এই সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদিয়া নাবিলা, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, ইরেশ জাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, এহসানুল রহমান, দীপু ইমাম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।