প্রকাশিত হলো ‘বিক্ষোভ’ সিনেমার আসিফ আকবরের গান ‘নিরাপদ সড়ক চাই’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
নিরাপদ সড়কের দাবিকে উপজীব্য করে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমার ‘নিরাপদ সড়ক চাই’ গানটি প্রকাশিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেবাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
‘নিরাপদ সড়ক চাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও তমা মল্লিক। লিখেছেন সুদীপ কুমার দীপ। সুরকার ও সঙ্গীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল।
গানের দৃশ্যায়নে টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টপাধ্যায়, শান্ত খান ও আরও অনেকে অংশগ্রহণ করেছেন।
গানটি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা শ্রাবন্তী বলেন, ভীষণ প্রতিবাদী গান। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগল। অনেক দিন পর আমি একটা অন্য ধরণের ছবিতে অভিনয় করেছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে গানটা। প্লিজ আমাদের জানাবেন।