শাকিব খানের সঙ্গে অভিনয় করতে আপত্তি নেই অপু বিশ্বাসের
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা শিল্পী চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। জুটি বেঁধে তারা সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে অনেকগুলো ব্যবসা সফল সিনেমাও রয়েছে। কিন্তু প্রেম, গোপনে বিয়ে ও সন্তান; এই বিষয়গুলো প্রকাশ্যে আসার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। স্বভাবতই ভেঙ্গে যায় ঢালিউডের আলোচিত এই জুটি।
বর্তমানে শাকিব-অপু দু’জনই অন্য শিল্পীদের সাথে কাজ করছেন। কিন্তু এরপরে আর তাদেরকে এক সঙ্গে দেখা যায় নি কখনও।
শাকিব খানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, শাকিরের সঙ্গে অভিনয় করতে তার কোন আপত্তি নেই।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমরা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট। দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খানসবসময় অসাধারণ। তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের।’