কালচারাল ইয়ার্ড ডেস্ক :
হালের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মিশন এক্সট্রিম’দেশজুড়ে বেশ সাড়া জাগিয়েছে। অ্যাকশান থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বেশ আলোচনা। তবে পাশাপাশি শুভ ছবিটির প্রচারণা করতে গিয়ে ৭১-কে ইংরেজিতে ‘সেভেনটি ওয়ান’ এবং ৫২-কে ‘ফিফটি টু’ বলায় এ নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে সমালোচনা।
এ বিষয়ে মুখ খুলেছেন খোদ এই চিত্রনায়ক। তিনি নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি ভিডিওবার্তায় এসে তার অপরাধ হলে বা অন্যায় হলে ক্ষমা চাই বলে বার্তা দেন।
ভিডিওবার্তায় ইংরেজিতে লেখা একটি চিত্রনাট্য দেখিয়ে শুভ বলেন, ‘অনেক দিন ধরে সেভেনটি ওয়ান, ফোরটি এইট, ফিফটি টু, সিন থার্টি ওয়ান, থার্টি টু-শব্দগুলো আমার সঙ্গে চলছে। একাত্তরকে সেভেনটি ওয়ান বলা যদি আমার অপরাধ হয়, তাহলে আমি ক্ষমা চাইছি। বায়ান্নকে ফিফটি টু বলায় যদি অন্যায় হয়, আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি বায়ান্নকে তেপ্পান্ন তো বলিনি কিংবা একান্ন বলিনি, একাত্তরকে তো ৭৩ বলি নি। আমার জীবনে এ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে; সেখান থেকে হয়তো সেভেনটি ওয়ান, ফিফটি টু বলেছি। কী অপরাধ করেছি? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। ’
এদিকে, ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রিমিয়ারে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পোশাকে হাজির হওয়া নিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ নিয়েও নিজের ব্যাখ্যা দেন শুভ।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার আরও খবর
⇒ সবাইকে ‘মিশন এক্সট্রিম’ দেখতে বললেন শাকিব খান
⇒ ‘মিশন এক্সট্রিম’ ঢাকা অ্যাটাকের চেয়েও ডাবল ধামাকা নিয়ে আসছে
এই চিত্রনায়ক জানান, শুটিং চলাকালীন অফস্ক্রিনেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোশাক (ঢোলা পায়জামা, পাঞ্জাবি) পরে থাকেন। তিনি বলেন, ‘আমার ক্ষুদ্র প্রয়াস, যে চরিত্রটিতে কাজ করছি সে চরিত্রটিতে বসবাস করার জন্য। এখানে আহামরি কোনো বিষয় নেই।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু’ র শুটিং যখন শুরু হয় তখন কেউ যদি আমাকে দেখে থাকেন, তাহলে দেখবেন আমি অফস্ক্রিনেও এই কাপড় পরে থাকতাম। তখন অবশ্য মাথায় কোনো কাপড় পরতাম না। পরে অবশ্য অনেকে আমার মাথায় কিছু না কিছু দেখেছেন। এর একটি কারণ আছে, সে কারণটি বলতে চাই ক্ষোভে দুঃখে। কিন্তু আমি তা বলবো না, তাতে আমার অন্য আরেকটি সন্তানের ক্ষতি হবে, তার নাম ‘নূর’।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত চলচ্চিত্রে শুভ’র বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
আরও পড়ুন : দেশে-বিদেশে ৭৮ হলে ‘মিশন এক্সট্রিম’
ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, ইরেশ জাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, এহসানুল রহমান, দীপু ইমাম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
শুভর ভিডিও বার্তা