বাংলা গানের যুবরাজ আসিফ আকবর সিনিয়র, সমসাময়িক ও জুনিয়র; সব প্রজন্মের সাথেই গান করেন। অধিকাংশ ক্ষেত্রে পেয়েছেন জনপ্রিয়। তৈরি হয়েছে বেশ কিছু জুটি। এই প্রজন্মে শিল্পীদের সাথে তার সেরকম একটি জুটি হচ্ছে আসিফ-পূজা। তারা দু’জনেই উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। আবারও এই জনপ্রিয় জুটি হাজির হচ্ছেন নতুন একটি গান নিয়ে।
কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং বাঁধন সরকার পূজার নতুন গান ‘আমার পৃথিবী তুমি’। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন মোহাম্মদ মিলন। সঙ্গীত আয়োজন করেছেন এমএমপি রনি।
ইতোমধ্যে গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। ভিডিওতে আসিফ ও পূজাকে দেখা যাবে।
‘আমার পৃথিবী তুমি’ গানটি নিয়ে দুই কণ্ঠশিল্পী খুবই আশাবাদী।