শাকিবের নতুন সিনেমার লুক প্রকাশ, বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
তরুণ পরিচালক হিমেল আশরাফ ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ৩ সিনেমা নির্মাণ করবেন। এর মধ্যে নাম ঠিক না হওয়া একটি সিনেমার অধিকাংশ শুটিং যুক্তরাষ্ট্রেই হবে। আসন্ন ঈদে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এবার প্রকাশিত হলো নতুন এই সিনেমার লুক।
বৃহস্পতিবার শাকিব খান তার নিজস্ব ফেইসবুক পেইজে একটি ছবি প্রকাশ করে জানান, একটি নতুন চরিত্র আসছে …..
এর আগে গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। সেখানে তিনি ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ ও ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’-এ অংশগ্রহণ করেন। কয়েকদিন সেখানে ঘুরে দেশে ফেরার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেখানেই নতুন চলচ্চিত্রের শুটিং করবেন।
আগামী জানুয়ারিতে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি শুটিং শুরু হবে, মুক্তি দেয়া ইচ্ছে আসন্ন ঈদে। শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে নির্মিত এ সিনেমাটি শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যসহ আরও একাধিক দেশে একযোগে মুক্তি দেয়া হবে।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখানে সিনেমার শুটিং করবো। এখানকার মানুষ দেখবে, আমার দেশের মানুষও পাবে। হিমেল আশরাফ এখানে আছে। আসন্ন ঈদে নতুন এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি এখানেও মুক্তি দেব।
পরিচালক হিমেল আশরাফ বলেন, বাংলাদেশ থেকে অনেক কাজ গুছিয়ে এসেছি। ডিসেম্বর জুড়ে প্রিপ্রোডাকশনের কাজ করতে হবে। ইচ্ছে আছে জানুয়ারিতেই শুটিং নামবো। আমরা ঈদে মুক্তি টার্গেট করেই নামছি।