বাংলা চলচ্চিত্রের সফল জুটি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সিনেমার মত জুটি বেঁধে মঞ্চে এবং টিভির একাধিক আয়োজনে উপস্থাপনা করেও তারা পেয়েছেন ব্যাপক সফলতা। আবারও ফেরদৌস-পূর্ণিমা জুটি হাজির হচ্ছেন।
এবার উপস্থাপনায় তাদের দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ১৮ ডিসেম্ব্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিজয় উৎসব ২০২১’-এর মঞ্চে উপস্থাপনা করবেন তারা। ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করছে। অনুষ্ঠানের সহযোগিতায় আছে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘দেশের বাইরে যারা রেমিট্যান্স যোদ্ধা, মূলত তাদের জন্যই এ আয়োজন। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পারার মধ্যে আমি গর্ববোধ করছি। আর আমার সঙ্গে উপস্থাপনায় পূর্ণিমা যেমন স্বাচ্ছন্দ্যবোধ করে, আমিও ঠিক তাই। আশা করছি, এ আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।’
ফেরদৌসের মত পূর্ণিমাও এই অনুষ্ঠান নিয়ে একই অভিমত প্রকাশ করেছেন।
বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দু’টিতে কাজ করছেন ফেরদৌস ও পূর্ণিমা। করোনা জটিলতার কারণে দৃশ্যধারণে নানা জটিলতায় পড়েছেন তারা। শোনা যাচ্ছে, আগামী বছর সিনেমা দু’টি মুক্তি পাবে।
এদিকে চলতি বছরের শেষ দিন অর্থ্যাৎ আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে পূর্ণিমা অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র।