কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের অভিনয়, আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় সন্তুষ্ট ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু। শাকিবের এমন সহযোগিতার কারণে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
জানা গেছে, ‘গলুই’ সিনেমার শুটিংয়ে শাকিব টানা ৩৫ দিন সময় দিয়েছেন, যা ছিলো তার নির্ধারিত শিডিউলের চেয়েও বেশি।
এ প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিব খান আন্তরিকতা দিয়ে নিজ দায়িত্বে শুটিং সম্পন্ন করেছে। নির্ধারিত শিডিউলের বাইরে কয়েকদিন সময় দিয়েছেন। ‘গলুই’তে শাকিবকে নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই।’
কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। কাজটি ভালো করতে যেভাবে তাকে চেয়েছি, তিনি সেভাবে দিয়েছেন। শুটিংয়ের মধ্যে শাকিবকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছিলাম, কিন্তু তিনি একটানা কাজ শেষ করেছেন।
আরও পড়ুন : শাকিব খানের প্রশ্ন : আমাকে নিয়ে যারা কথা বলছেন, চলচ্চিত্রে তাদের অবস্থান কী?
এদিকে চলচ্চিত্রটি প্রসঙ্গে শাকিব খান বলেছেন, ‘গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনভাবে এ সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।’
খসরু জানান, ইতোমধ্যে ‘গলুই’ সকল কাজ সম্পন্ন করে সেন্সরে জমা দেয়া হয়েছে। খুব শিগগিরই মুক্তি দেয়া হবে।
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি নির্মাণ করেছেন এস এ হক অলিক।
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
⇒ শাকিবের নতুন সিনেমার লুক প্রকাশ, বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা
⇒ বলিউডের জুবিন নটিয়ালের কণ্ঠে শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমার গান
নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি।
এছাড়াও আজিজুল হাকিম, আলী রাজ, সূচরিতা, সমু চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।