চিত্রনায়ক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা করোনায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই চিত্রনায়ক রুবেল।
নায়ক রুবেল জানিয়েছেন, সোহেল রানা বেশ কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন। একসময় তিনি আরও অসুস্থতা অনুভব কনে। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আপাতত মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে বলেও জানান নায়ক রুবেল।
বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন চিত্রনায়ক রুবেল।
করোনা মহামারির আগে থেকেই সোহেল রানা নিজ বাসায় অবস্থান করছিলেন। একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিলো। তবে ছবিটি করা হয় নি।
সোহেল রানা ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো হিসেবে খ্যাত। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি সিনেমা প্রযোজনায় শুরু করেন। তাঁর প্রথম প্রযোজিত ছবি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। একসময় চিত্রনায়ক হিসেবে সুপারস্টারে পরিণত হন।
তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০১৯ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।