কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সোমবার সোমবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চিত্রনায়িকা পরীমনির ‘অশ্লীল’ ছবি ও ভিডিও সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন দু’জন আইনজীবি। এখনও নোটিশটি পান নি পরীমনি। তবে গণমাধ্যমে বিষয়টি দেখেছেন। নোটিশটি হাতে পেলে ওই আইনজীবীদের নামে পাল্টা নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।
‘অশ্লীল’ ছবি ও ভিডিও প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার পেইজে এমন কোনো ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে। কেউ যদি সেটা দেখিয়ে বলতে পারেন, আমি সরাব। ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি, সেখানকার কোনো ভিডিও বা স্টিল ছবি আমি ফেইসবুক ছেড়েছি? আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছাড়া হয়েছে। কোথায় কে কোন ভিডিও দেখল, সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারেন না।’
প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ফেইসবুক খোলার পর থেকে এ পর্যন্ত যেসব ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেইসবুকে কোথাও কি কোনো অশ্লীল ছবি আছে? যেসব ছবির ইঙ্গিত করে নোটিশ দিয়ে আমাকে সেগুলো সরাতে বলা হয়েছে, সেসব ছবি আমি আপ করেছি? আমার আপ করা এমন একটি ছবিও কেউ দেখাতে পারবেন? এর আগে হাতে সিগারেটসহ দু’টি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, এক ঘণ্টার মধ্যে সরিয়েছি।’
আরও পড়ুন : পরীমনিকে এবার ‘অশ্লীল’ ছবি-ভিডিও সরাতে আইনি নোটিশ
পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সবাই আমার পেছনে লাগে কেন রে ভাই? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হলো, অনুষ্ঠানের গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। এখন খেলা জমে যাবে। আমি উল্টো ওদের নামে অভিযোগ করব। আমার ব্যক্তিগত ভিডিও নিয়ে যারা অশ্লীল গান জুড়ে ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।’
পরীমনি সম্পর্কিত আরও খবর
⇒ মুক্ত পরীমনি, হাতের লেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
⇒ একে অপরের সম্পর্কে যা বললেন মাহফুজ আহমেদ ও পরীমনি
নোটিশ পাঠিয়ে ওই আইনজীবিদের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন ওই দুই উকিলের নামে নোটিশ পাঠাবো। আমাকে ডিস্টার্ব করেছেন তাঁরা, আমার কাজ হ্যাম্পার করেছেন। আমি এখন তাঁদের কাছে ক্ষতিপূরণ চাইব।’ সুত্র : প্রথম আলো