আনকাট সেন্সর পেলো ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমা । বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক এস এ হক অলিক।
এ প্রসঙ্গে নির্মাতা অলিক বলেন, আলহামদুলিল্লাহ আজ আনকাট সেন্সর পেলো ‘গলুই’। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসল সিনেমাটি।
তিনি সকল শিল্পী-কলাকুশলীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্বাধীনভাবে গলুই নির্মাণ করতে দেয়ার জন্য প্রযোজক খোরশেদ আলম খসরুকেও ধন্যবাদ জানান তিনি।
নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়াও আজিজুল হাকিম, আলী রাজ, সূচরিতা, সমু চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেছেন, ‘গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনভাবে এ সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।’