কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের তারকা হয়ে ওঠার গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক। এই খবর শোনার পর বেজায় চটেছেন আমেরিকায় অবস্থারত শাকিব খান। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।
এ প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে শাকিব খান বলেন, ‘এক নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না। আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই, যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে; তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করবো।’
আরও পড়ুন : শাকিব খানের প্রশ্ন : আমাকে নিয়ে যারা কথা বলছেন, চলচ্চিত্রে তাদের অবস্থান কী?
শাকিবের করা এই মন্তব্য প্রসঙ্গে পরিচালক এফ আই মানিক বলেন, ‘আমি শাকিব খানকে খুব কাছ থেকে দেখেছি। তাই আমার মনে হয়েছে তাঁকে নিয়ে আমার চেয়ে ভালো বায়োপিক আর কেউ বানাতে পারবে না। জানি না সে মামলা-মোকদ্দমার কথা কেন বলছে, কেউ হয়তো ভুল বুঝিয়েছে।’
বায়োপিকটি নির্মাণ প্রসঙ্গে গুনী এই পরিচালক বলেন, ‘বায়োপিক তাঁকে নিয়েই হয় যে সবার প্রিয়, আদর্শ। দেশের বর্তমান অভিনেতাদের কাছে শাকিব আদর্শ। তাঁর জীবন সংগ্রাম, ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়া, এক দশকের বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা—এসব বিষয় পর্দায় তুলে ধরলে অনেকেই অনুপ্রাণিত হবেন ভেবে সিনেমাটি বানাতে চেয়েছি। এখন সে অনুমতি না দিলে আর কী করার আছে!’
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
→ আর সহ্য করবেন না শাকিব, নেবেন আইনি ব্যবস্থা
→ শাকিব খানের প্রশ্ন : আমাকে নিয়ে যারা কথা বলছেন, চলচ্চিত্রে তাদের অবস্থান কী?
শাকিব খানের সঙ্গে তার কেমন সম্পর্ক জানতে চাইলে নির্মাতা মানিক বলেন, ‘শাকিবের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁকে আমি আদর করে বাবু ডাকি। তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ হিট ছবির নির্মাতা আমি।’