কালচারাল ইয়ার্ড ডেস্ক :
শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসর। করোনার এ সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে দেশে বিদেশের চলচ্চিত্রকার ও তারকাদের মিলনমেলা বসেছে ঢাকার শাহবাগে। সংকট কাটিয়ে জমকালো হয়ে উঠেছে এ আসর।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল স্বাগত বক্তব্য রাখেন।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় লেবানন ও জার্মানির যৌথ প্রযোজিত এবং মারিয়া ইভানোভা জেড পরিচালিত ‘দ্য অ্যাঙ্গার’চলচ্চিত্রটি। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ৯ দিনব্যাপী এই উৎসব।
রেইনবো চলচ্চিত্র সংসদ বরাবরের মতো এ চলচ্চিত্র উৎসব পালন করে আসছে। ১৯৯২ সাল থেকে সংগঠনটি প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এ প্রতিপাদ্যে উৎসবে ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ৯৬টি। বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে প্রদর্শিত হচ্ছে ৪০টি সিনেমা। যার মধ্যে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ১৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে।
এগুলো প্রদর্শিত হচ্ছে যথাক্রমে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এই ১০টি বিভাগে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ডি ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুফিয়া কামাল জাতীয় পাবলিক লাইব্রেরি এবং প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনেও চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।
করোনা এ সংকটকালীন মুহুর্তেও ঢাকা ও এর বাইরের চলচ্চিত্রপ্রেমী মানুষের সমাগম হচ্ছে এ উৎসবে। এ উৎসব এ সংকটে কিছুটা স্বস্তি নিয়ে যেন এসেছে-সেই কথাই বললেন তারা।
এদিকে চলচ্চিত্র উৎসবে গত ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স ২০২২’। এছাড়া ১৬ থেকে ১৯ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে চলছে ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’।