চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ নায়িকা রাইমা ইসলাম শিমুকে (৩৫) হত্যা করেছে তার স্বামী নোবেল। আর তার বস্তাবন্দি লাশ গুম করে স্বামীর বন্ধু ফরহাদ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।
এসপি মারুফ জানান, এই ঘটনার পর শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহের জেরে শিমুকে হত্যা করা হয়েছে বলে জানায় নোবেল। হত্যার পর লাশ গুমে সে বন্ধু ফরহাদের সহযোগিতা নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোবেল তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছ।
এর আগে সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। সকাল ১০টায় এই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়। ঢাকার মিটফোর্ড হাসপাতালে তার লাশ সনাক্ত করেন তার বড় ভাই খোকন।
শিমু নির্মাতা কাজী হায়াতের ‘বর্তমান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন । প্রায় ২০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া অসংখ্য টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
শিমু একটি বেসরকারি টিভির মার্কেটিং বিভাগেও কর্মরত ছিলেন। নাটক নির্মাণের জন্য একটি প্রোডাকশন হাউজও আছে তার।