কালচারাল ইয়ার্ড ডেস্ক :
টালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়ক যশের সঙ্গে নতুন সিনেমায় কাজ শুরু করেছেন ঢাকাই সিনেমার নুসরাত ফারিয়া। তারা দুজন ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করছেন। ১৭ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুটিংও করছেন তারা।
অংশুমান প্রত্যুষের চিত্রনাট্য ও পরিচালনায় এর আগে নুসরাত কাজ করলেও যশের সঙ্গে এটাই তার প্রথ কাজ। এর আগে অংশুমানের চিত্রনাট্যে যৌথ প্রযোজনার ‘বস’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘ধ্যাততেরিকি’, ‘শাহেনশাহ’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন ফারিয়া।
অংশুমানের সঙ্গে আগে থেকেই নুসরাতের পরিচয় ছিলো। তাঁর পরিচালনায় এই কাজটাও ভালো কিছু হবে এমন প্রত্যাশাই জানিয়েছেন ফারিয়া।
সিনেমায় রকস্টার চরিত্রে অভিনয় করছেন যশ। এরই মধ্যে তিনি গিটার বাজানো প্র্যাকটিস করছেন। রাখছেন লম্বা চুল।
ফারিয়া বলেন, ‘যশ কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কলকাতার কলাকুশলীদের সঙ্গে এর আগে কাজ করলেও যশের সঙ্গে পরিচয় ছিল না। লুকটেস্টের দিন আমাদের প্রথম দেখা ও পরিচয়। অল্প আড্ডায় মনে হয়েছে আমাদের এই সিনেমার জার্নিটা ভালো হবে।’
বাংলাদেশের শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল লিমিটেড ছবিটির প্রযোজনায় যুক্ত আছেন। দেশে সিনেমাটি পরিবেশনাও করবে এই প্রতিষ্ঠান।
ছবির গল্প সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ ফারিয়া। তিনি বলেন, এখনই গল্প নিয়ে কিছু বলা বারণ। তবে এতটুকু জানিয়ে রাখি, এটি একটি লাভ স্টোরি। একজন রকস্টারের গল্প। গল্পে অনেকগুলো স্তর আছে।
২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে ফারিয়ার সিনেমায় অভিষেক। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর তিনি ধ্যাততেরিকি, বস ২, ইন্সপেক্টর নটি কে, হিরো ৪২০, বাদশা-দ্যা ডনসহ বেশকিছু যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এছাড়া দেশে শাকিব খান, শুভসহ বেশকিছু নায়কদের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন।