বলিউডে চলছে বিয়ের ধুম। সে ধারাবাহিকতায় এবার বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা-নির্মাতা জুটি ফারহান আখতার ও শিবানী দান্ডেকর।
শনিবার স্থানীয় সময় ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় ফারহান-শিবানীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রের খবর, একে–অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন তারা। আর বিয়ের এই শপথবাক্য লিখেছেন নিজেরাই।
এরই মধ্যে বিয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, লাল ওড়না ও লাল রঙা মারমেইড গাউন পরেছেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে সেজেছেন ফারহান।
বিয়েতে দুই পরিবারের লোকজন ছাড়াও হাজির ছিলেন হৃতিক রোশন, শংকর মহাদেবান ও রিয়া চক্রবর্তীসহ বলিউড স্টার ও ফারহান-শিবানীর কাছের বন্ধুরা।
এর আগে ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী।
জানা গেছে, ফারহান এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের দুই সন্তানও আছে। ২০১৭ সালে ফারহান-অধুনার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। এরপর দীর্ঘ প্রেম পরিণয়সূত্রে নিয়ে আসে নিজেদের।