প্যানেল বিজয়ীদের নিয়ে ইলিয়াস কাঞ্চনের হাতে শপথ নিলেন জায়েদ খান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
হাইকোর্ট থেকে ছাড়পত্র পেয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিলেন চিত্রনায়ক জায়েদ খান। তার সঙ্গে সঙ্গে শপথ নিলেন একই প্যানেল থেকে নির্বাচিত সদস্যরাও। তাদের শপথবাক্য পাঠ করান সমিতির নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শুক্রবার (৪ মার্চ) বিকালে এ শপথ অনুষ্ঠান হয়। জায়েদ খানের সঙ্গে শপথ নিয়েছেন সহসভাপতি ডিপজল ও আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরী। সদস্য পদে রয়েছেন অরুণা বিশ্বাস ও সুচরিতাসহ অন্যরা।
গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হলেও নিপুণের অভিযোগের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থীতা বাতিল হয়ে যায়। পরে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড।
গেল ৬ ফেব্রুয়ারি নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। পরে একইদিনে নিপুণসহ বাকীদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। সেদিন মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী নাদের খান ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। পরে আলাদাভাবে অঞ্জনা ইলিয়াস কাঞ্চন শপথ নেন ১৬ ফেব্রুয়ারি।
এদিকে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিতর্ক ও আইনি লড়াই চলছিলো। হাইকোর্টে নিষ্পত্তি করতে হয় এই জটিলতা। কোর্টের রায়ে জায়েদ খান এই পদে বহাল আছেন বলে জানানো হয়। তবে নিপুন এখনও এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছেন।