কালচারাল ইয়ার্ড ডেস্ক : 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস আগামী ২৭ আগস্ট। এ দিনে এটিএন বাংলার বিশেষ আয়োজনে প্রচারিত হবে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ ।
এতে সংগীত পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা এবং তানভীর আলম সজীব।
তানভীর আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন লানা খান। গান এবং আলাপচারিতার সমন্বয়ে সাজানো হবে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’।
অনুষ্ঠানে গানগুলো শুরুর আগে সেগুলোর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হবে। ২৭ আগস্ট শনিবার রাত ১০টা ৫০ মিনিটে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ প্রচারিত হবে।
                                        		
					                                            
                                     
                                
									
                                                                
                                
                                                                
                                                                
                               
                                                                
									
                                
                                                                
                                                                
                                                                
                                
       
        
        
                                                - 
                		                        
                        
                        
                                                
                        
                        
                        
                 
                                - 
                		                        
                        
                        
                                                
                        
                        
                        
                 
                                - 
                		                        
                        
                        
                                                
                        
                        
                        
                 
                                -