অবশেষে জেনিফারের সঙ্গে মাহি-রোশানের দ্বন্দ্বের অবসান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমা নিয়ে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক জিয়াউল রোশনের কয়েকদিনের চলমান দ্বন্দ্বের অবসান ঘটেছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে বৃহস্পতিবার ২৫ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তাদের মধ্যকার চলমান দ্বন্দ্বের অবসান ঘটে।
এফডিসিতে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তারা নিজেরা নিজেদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নেন।
এ সময় জেনিফার মাহির বিরুদ্ধে করা সব অভিযোগ ‘ভুল’ বলে জানান। একই সঙ্গে প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ‘ভুল’ বলে জানিয়ে এর সুরাহা হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহি।