বিটিভিতে প্রচারিত হবে রোমান-জাহিদের সিনেমা ‘মধুমতির তীরে’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে দেখানো হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ মধুমতির তীরে ’ । বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন রোমান কবির ও জাহিদ মজুমদার।
৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা পৌণে সাতটায় ছবিটি প্রদর্শিত হবে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইয়ের অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর শিশু ও কিশোরবেলার কিছু কাহিনীকে ঘিরে আবর্তিত হয়েছে ‘মধুমতির তীরে’ সিনেমাটি ।
ছবিটি সম্পর্কে পরিচালক রোমান কবির বলেন, বঙ্গবন্ধুর সেই সময়ের গল্পই উঠে এসেছে ছবিটিতে যখন তিনি রাজনীতির দীক্ষা নিচ্ছিলেন। যেই সময়টায় রোপিত হচ্ছিল একজন রাজনীতিক শেখ মুজিবুর রহমানের বেড়ে উঠার বীজ।
তিনি বলেন, এ চলচ্চিত্রটিতে শেখ মুজিবের সাহসিকতা, নেতৃত্বদান, মানবিকতা, আদর্শ, পরোপকারিতা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা ইত্যাদির মাধ্যমে মুজিবের প্রথম দিককার জীবনের অংশ তুলে ধরা হয়েছে।
‘মধুমতির তীরে’ সিনেমাটির উপদেষ্টা পরিচালক ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত।
রোমান কবির ও জাহিদ মজুমদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর করেছেন। তারা যৌথভাবে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাদের নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- বাবুলের মেস স্বপ্ন রঙিন, বুড়িগঙ্গার মাঝি, নীরার কবিতা ইত্যাদি।
এদিকে বিসিটিআই প্রযোজিত আরও দুই ছবি আদনান কবির পরিচালিত শেষ খাতার ৫২ পৃষ্ঠা দেখানো হবে সোমবার ১০টা ২০ মিনিটে। রাকিবুল ইসলাম পরিচালিত ‘একজন অশ্বথ’ সিনেমাটি দেখানো হবে বুধবার ৬টা ৪৫ মিনিটে।