কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের গর্ভে সুপারস্টার শাকিব খানের ছেলে জয়ের জন্ম হয়। সেই ছেলে জয়ের জন্মদিন আজ। এ দিনেই একটি বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি মা হয়েছেন েএমন গুঞ্জন বেশ কয়েক বছর ধরেই ছিলো। আর এই বেবি বাম্পের ছবি নিয়ে গুঞ্জন আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।
এদিন বেবি বাম্পের ছবি দিয়ে ছবির ক্যাপশনে বুবলী লিখেছে, ‘আমার জীবনের সঙ্গে আমি’। হ্যাশট্যাগে জানান, যুক্তরাষ্ট্রের স্মৃতি। মুহুর্তেই বুবলীর এই পোস্ট ভাইরাল হয়েছে। এ নিয়ে সারাদিন উত্তাল ছিলো নেট দুনিয়া। এদিন ‘চাদর’ চলচ্চিত্রের শুটিং সেট থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বুবলী।
এ বিষয়ে জানতে চাইলে বুবলী সাংবাদিকদের বলেছেন, “আমি কখনও ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। তারপরও সাংবাদিক এবং সাধারণ দর্শকের জানার আগ্রহ থাকে, সেই জায়গা থেকে যদি বলি, কিছু ব্যাপার তো আছেই।
তিনি বলেন, বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন, এজন্য ধন্যবাদ; কারণ ঘটনার পেছনে তো ঘটনা থাকে। চিত্রনাট্য যখন লেখা হয়, সেটার পেছনে কিন্তু আরেকটা চিত্রনাট্য থাকে। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলবো, কিন্তু আজ যেহেতু ‘চাদর’ সিনেমার সেটে আছি, এটা নিয়েই কথা বলি। ব্যক্তিগত বিষয়ে কয়েকদিনের মধ্যেই কথা বলবো সবার সঙ্গে।”
এ সময় তিনি সবার কাছে অনেুরোধ জানিয়ে বলেছেন, ‘সবার কাছে অনুরোধ, সবকিছু না জেনে কোনও নিউজ করবেন না প্লিজ। এটা খুব সেনসিটিভ এবং ইমোশনাল একটি ইস্যু। আর আমি একজন মুসলিম মানুষ, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর-শালীনভাবেই হয়েছে। আমি সেটা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার করবো। এখন আপনারা কোনও ভুল ব্যাখ্যা দেবেন না।’
বর্তমানে জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ সিনেমায় অভিনয় করছেন বুবলী। এফডিসির প্রযোজনায় সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় সাইমন সাদিক আছেন বুবলীর বিপরীতে।
আরও পড়ুন: শাকিব খানের প্রশ্ন : আমাকে নিয়ে যারা কথা বলছেন, চলচ্চিত্রে তাদের অবস্থান কী?