কালচারাল ইয়ার্ড ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। ছবিটি আজ শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে। অভিনেতা এনামুল হক ও অভিনেত্রী আরশি এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন।
রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নির্মাতা জানিয়েছেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ এর আশপাশের এলাকায় সিনেমাটির শুটিং করা হয়েছে। নাফ নদী, শাহপরীর দ্বীপ, উখিয়া ও টেকনাফে সিনেমাটির শুটিং করেছেন নির্মাতা।
রোহিঙ্গাদের আগমনের ঢলের মধ্যেই বেশ কষ্ট করে শুটিং হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রোহিঙ্গাদের সঙ্গে কী ঘটেছে, সেটি চলচ্চিত্র আকারে সংরক্ষণ করে ভবিষ্যতের ইতিহাস নির্মাণ করতে সিনেমাটি বানানো হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ২০১২ সালে এই সিনেমা নির্মোণের পরিকল্পনা ছিলো তার। দীর্ঘ সময় তিনি সিনেমাটি নিয়ে নানা গবেষণা করেনে। তৈরি করেছেন সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য।
সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক’র ব্লকবাস্টারসহ প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটিতে মিয়ানমারের মেজর অং সান থুরা চরিত্রে অভিনয় করেছেন এনামুল হক। আর আরশি অভিনয় করেছেন রোহিঙ্গা নারীর ভূমিকায়।
চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকে বেশ প্রশংসা পেয়েছে। রোহিঙ্গা সিনেমাটি বিশ্ববাসীর নজর কাড়তে সক্ষম হবে বলে মনে করেন অভিনেতা এনামুল। এতে আরও অভিনয় করেছেন সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, ওমর আয়াজ অনি, সাদ্দাম, জান্নাত সূচী, হায়াতুজ্জামান, মাহমুদ আলম, জাহিদসহ অনেকে।
আরও পড়ুন: যেসব হলে মুক্তি পাচ্ছে বসন্ত বিকেল