কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ভারতের মুম্বাইয়ের পাঁচতারকা হোটেল সেন্ট রেজিসে বসেছিলো ফ্যাশন-বিউটিদের মেলা। সেখানে অনুষ্ঠিত হয়েছে ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড ২০২২। সে অনুষ্ঠানে কৃতি শ্যানন, জাহ্নবী কাপুর আর ক্যাটরিনা কাইফের মতো তারকাদের হাতে তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড।
এ আসরের ‘স্টাইল আইকন অব দ্য ইয়ার’পুরস্কার জিতেছেন কৃতি শ্যানন। এ সময় তিনি একটি সাদা কাটআউট ড্রেসে হাজির হন। ভারতের সেরা সব ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে তিনি বেশ পরিচিত। তার পুরস্কার পাওয়া একটি ছবি তিনি শেয়ার করেছেন তার ইন্সটাগ্রামে।
বলিউড সুপারস্টার শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর এই আয়োজনে মৎস্যকন্যার বেশে হাজির হয়েছিলেন। তিনি পেয়েছেন ‘স্ক্রিন স্টিলার’অ্যাওয়ার্ড। এর অর্থ তিনি স্ক্রিনে থাকলে অন্য কাউকে না দেখে শুধু তাকেই দেখতে হবে।
বলিউড স্টার ক্যাটরিনা কাইফ হাজির হয়েছিলেন বডি হাগিং স্লিপ ড্রেসে। তার পরণের সোনালী সিকুইনের গাউন থেকে ঝিলমিল আলো ঝরেছে যেনো। বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’র জন্য বছরের সেরা তারকা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন ক্যাটরিনা।
পুস্পা খ্যাত দক্ষিণ ভারতীয় সুপারস্টার নায়িকা রাশ্মিকা মান্দানা। তিনি এই অনুষ্ঠানে পেয়েছেন ‘ব্রেকথ্রু ফেস অব দ্য ইয়ার’পুরস্কার। তিনি এ আয়োজনে একটি গাঢ় মেরুনরঙা গাউন পড়েছিলেন। সেই গাউনে ছিলো চুমকি দিয়ে আঁকা নানা ফুল–পাতা।
কালো স্লিট গাউনে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি। গ্লোল্ডেন বিউটি অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বিজয় ভার্মা পেয়েছেন সেরা উদীয়মান ফ্যাশন তারকার পুরস্কার। সুপারস্টার আয়ুষ্মান খুরানা ‘ড্যাপার ডিসরাপ্টার’ হয়েছেন। এর অর্থ তিনি ফ্যাশনের সব নিয়মকানুন, ট্রেন্ড চূর্ণ–বিচূর্ণ করে নিজের ফ্যাশনকে প্রতিষ্ঠা করতে পেরেছেন।
বলিউড স্টার সারা আলী খান ‘অরিজিনাল জেন–ফ্যাশন সেটার’–এর পুরস্কার জিতেছেন। এই পুরস্কারের অর্থ তরুণেরা কী পোশাক পরবেন, না পরবেন, তা নাকি সারাই ঠিক করে দিচ্ছেন। তিনি ‘ব্ল্যাক বিউটি’ অবতারে হাজির হয়েছিলেন ফ্যাশনের এই অনুষ্ঠানে। ভিকি কৌশল পেয়েছেন ‘আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার।
ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে বলিউড তারকা ও ফ্যাশন আইকন মালাইকা অরোরা ছিলেন বিচারকের আসনে।
আরও পড়ুন: রোমানা-বিপাশা-আঁচলের ‘থ্রি ডিভাস’